ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় বন্ধে মাঠে নেমেছে চট্টগ্রাম বিআরটিএ

Passenger Voice    |    ০১:২৯ এএম, ২০২৪-০৪-০৮


ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় বন্ধে মাঠে নেমেছে চট্টগ্রাম বিআরটিএ

নিজস্ব প্রতিবেদকঃ ঈদুল ফিতরকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলায় যাতায়াতকারী যাত্রী সাধারণকে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা উপহার দিতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এবার মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ'র চট্টগ্রাম বিভাগ। 

বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিঃ) মো. মাসুদ আলম এর নেতৃত্বে ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে বাসের বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর অলংকার, একে খান ও দামপাড়াস্থ বিভিন্ন বাস কাউন্টারে এই অভিযান পরিচালিত হয়।

বিআরটিএ চট্টগ্রাম বিভাগ দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিনটি বাসকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করার জন্য বাড়তি ভাড়া না নেওয়ার বিষয়ে বিআরটিএ কর্তৃক অনুমোদিত নির্ধারিত ভাড়ার তালিকা প্রেরণ করা হয় এবং বাড়তি ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক (ইঞ্জিঃ) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিঃ) আতিকুর রহমান, বিআরটিএ চট্ট মেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. ওমর ফারুক, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) রায়হানা আক্তারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।